Thursday, 05 September 2024

   02:16:55 PM

logo
logo
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক, তাস ও টাকা উদ্ধার

3 years ago

আরএমপি নিউজঃ আজ ১৩ ফেব্রুয়ারি ২০২১ রাত্রী ১২.৫৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম গোপনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানাধীন সপুরা শালবাগান সাকিনস্থ পাসপোর্ট অফিসের দক্ষিণ পাশে জনৈক মোস্তাক এর দখলাধীন টিনসেট ঘরের ভিতর হতে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম কমল(৩৫), পিতা-মৃত শরিফ শেখ, সাং-দড়িখরবনা আমবাগান, ২। মোঃ সুমন সরকার(৩৮), পিতা-মৃত মাজেদার রহমান সবুজ, সাং-সপুরা শালবাগান, ৩। মোঃ বাবু(৩৮), পিতা-মোঃ হয়রত আলী, সাং-কাদিরগঞ্জ দড়িখরবোনা, ৪। মোঃ কামরুল হাসান রনি(৩৫), পিতা- মোঃ জয়নাল আবেদীন মাখন, সাং-দড়িখরবোনা আমবাগান, সর্ব থানা-বোয়ালিয়া, ৫। মোঃ শাহ আলাম পাপ্পু(৩২), পিতা মোঃ হানিফ, সাং- ছোটবনগ্রাম, ৬। মোঃ আমিনুল ইসলাম আমিন(৩৯), পিতা-মৃত মোশাররফ হোসেন, সাং-সপুরা শালবাগান, ৭। মোঃ গিয়াস(৪০), পিতা-মৃত আওয়াল ভুইয়া, সাং-হাজেরা পুকুর ডাবতলা, ৮। মোঃ আনোয়ার হোসেন(৪৫), পিতা-মোঃ রবিউল করিম, সাং-ছোটবনগ্রাম পশ্চিমপাড়া, ৯। মোঃ রিংকু @ বয়া(৩৮), পিতা-মৃত ফরজ খান, সাং-বাররাস্তা বাচ্চুর মোড়, ১০। মোঃ আঃ রাজ্জাক(৩৩), পিতা-মোঃ গফুর হাওলাদার, স্থায়ী সাং-হলুদভিটা বাহারা, থানা-মোকছেদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমান সাং- আসাম কলোনী(রাঙ্গাপরী মেহেদী ফ্যাক্টরীর পিছনে), সর্ব থানা-চন্দ্রিমা, ১১। মোঃ বসির(৩২), পিতা-মোঃ আঃ রহমান, সাং-দক্ষিন নওদাপাড়া, থানা-শাহমখদুম, সকলেই আরএমপি, রাজশাহীদেরকে গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত হতে ৮৯(ঊননব্বই) সেট খোলা ব্যবহৃত তাস ও নগদ ৮,১৮০/-(আট হাজার একশত আশি) টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।