বলিউড অভিনেতা শাহরুখ খান। ‘জিরো’ সিনেমার দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরেছেন তিনি। এবার বলিউডের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে সালমান খান, অক্ষয় কুমারকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছেন বলিউড বাদশাহ।
বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবির শুটিং করছেন শাহরুখ। এই ছবির জন্য ১০০ কোটি রুপিরও বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ১১৭ কোটি টাকার সমান। এই খবর মিডিয়ায় প্রকাশের পর চোখ কপালে উঠেছে নেটিজনদের।
‘পাঠান’ -এর শুটিং শুরু হয়েছে গত বছর নভেম্বর মাসে। শাহরুখ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি শিল্পী হিসেবে এই সিনেমায় সালমান খানকেও দেখা যাবে ।
বিগত সিনেমাগুলো বক্স অফিসে ব্যবসা সফল না হওয়ায় দীর্ঘ বিরতি দিয়ে শুটিং সেটে হাজির হচ্ছেন শাহরুখ। দীর্ঘ বিরতিতে নিরাশ হয়েছিলেন তার ভক্ত ও অনুসারীরা।