করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া নিজেই তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন। পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আশার পর নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি।
ইনস্টাগ্রামে আলিয়া ভাট বলেন, আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। নিজের যত্ন নিচ্ছি এবং নিরাপদ থাকার চেষ্টা করছি। দয়াকরে আপনারাও নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’
বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়াও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন তিনি।