Friday, 13 December 2024

   01:13:26 AM

logo
logo
কমিউনিটি ও বিট পুলিশিং বিট পুলিশিং সাফল্য সমূহ আরএমপি NOC ডাউনলোড আরএমপি অ্যাপ ব্লাড ডোনার্স ক্লাব শাখা উদ্বোধন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

5 years ago

মানবতার সেবায় আহবান জানিয়ে
গত ০২ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দে আরএমপি’র ব্লাড ডোনার্স ক্লাব এর রাজশাহী কলেজ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম।
পুলিশ কমিশনার বলেন যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শুধু গতানুগতিক পুলিশিং করছে না, তারা মানবতার সেবাই মুমূর্ষু রোগীদের রক্তদানের মত মহান সেবা করে যাচ্ছে। তাই আমি চাই শুধু পুলিশ নয়, সাধারণ মানুষও রক্তদান করতে এগিয়ে আসুক। তাই আমরা রাজশাহী কলেজে ব্লাড ডোনার্স ক্লাব এর শাখা উন্মুক্ত করছি যাতে শিক্ষার্থীরাও মহান এই কাজে এগিয়ে আসুক।
রাজশাহী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হবিবুর রহমান এর সভাপতিত্বে রাজশাহী কলেজ স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটি এ উদ্যোগের আয়োজন করে।