Saturday, 23 November 2024

   04:57:56 PM

logo
logo
আবহাওয়ার পূর্বাভাসে আজ যা থাকছে

3 years ago

সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে দেশের সবকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রোববার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

 

পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও  সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

গত ১৫ মে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল বগুড়ায় ১৯ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ১০, ঢাকায় ৯, রাজশাহীতে ৫, ও তাড়াশে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

এ ছাড়া রাঙামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট ও সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে যা অব্যাহত থাকতে পারে। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।