Monday, 04 December 2023

   03:50:14 PM

logo
logo
বাংলাদেশে প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্রে সিয়াম

2 years ago

আরএমপি নিউজঃ বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন দীপংকর দীপন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ।

ছবিটিতে সিয়াম আহমেদের চরিত্রের নাম লুমিন। যে রাজশাহীর একজন তরুন কম্পিউটার প্রোগ্রামার। চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুরে নিজেই একটি স্টার্ট আপ বানিয়ে অন্যদের চাকরি দেওয়ায় বিশ্বাস করে আইটি জিনিয়াস লুমিন। তবে চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্বের।

চ্যানেল আইয়ের একটি পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছবিটির ঘোষনা দেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ ও বিশ্ববাসীর কাছে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর ও সাফল্য তুলে ধরার পাশাপাশি সবার জন্য বিনোদনধর্মী হিসাবে সফল হওয়ার প্রত্যয় নিয়ে সিনেমাটি তৈরী হচ্ছে বলে জানান পরিচালক দীপন।  

পরিচালক দীপন জানান, আগামী ২৪ জুন থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির প্রথম পর্বের শুটিং শুরু হবে।

চলচ্চিত্রটি মোশন পিপল স্টুডিওস এর ব্যানারে নির্মিত হবে। প্রযোজক হিসেব থাকছেন মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন।সহ প্রযোজকের দায়িত্বে আছেন শাহ আমীর খসরু।