Wednesday, 17 July 2024

   01:54:54 AM

logo
logo
দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সর্বশেষ খবর

3 years ago

আরএমপি নিউজঃ করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জন। একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। মোট শনাক্ত ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। এই নিয়ে গত দেড় মাসে দেশে করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন। এই সময়ে ১৬ হাজার ৯৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৭ জনের মধ্যে খুলনা বিভাগের ২৪ জন, ঢাকার ১৪ জন, চট্টগ্রামের ১১ জন, রাজশাহীর ৮ জন, সিলেটের ১ জন, রংপুরের ৮ জন ও ময়মনসিংহের ১ জন। মারা যাওয়াদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।