Thursday, 02 January 2025

   09:35:04 PM

logo
logo
চীনের গুদামে আগুনে নিহত ১৪

3 years ago

আরএমপি নিউজঃ চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছে আরও ১২ জন।  শনিবার (২৪ জুলাই) বিকেলে প্রদেশের চ্যাংচুন শহরে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে।

চীনে প্রায়ই মারাত্মক অগ্নিকান্ড ঘটে থাকে।  বিল্ডিং কোড ঠিক না রেখে অননুমোদিত দাহ্য বিল্ডিং নির্মাণের কারণে দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচানো সেখানে কঠিন হয়ে দাঁড়ায়।