Wednesday, 04 September 2024

   06:21:27 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে ডিবি'র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

2 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী জেলার দূর্গাপুর থানার দেলুয়াবাড়ি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ আকছেদ আলী (৬০), মাড়িয়া মৃধাপাড়া গ্রামের মোঃ শামীম উদ্দিনের ছেলে মোঃ মাহমুদুল হাসান সিয়াম(২০), সুকানদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল্লাহিল কাফি (২২)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গতকাল ৮ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৩.৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার বামন শেখর গ্রামে তিন জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৩.৫৫  টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ আকছেদ আলী (৬০), মোঃ মাহমুদুল হাসান সিয়াম(২০) ও মোঃ আব্দুল্লাহিল কাফি (২২)কে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, একে অপরের পরস্পর যোগসাজসে ও সহযোগীতায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।