Monday, 19 August 2024

   11:41:56 PM

logo
logo
সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি' র নিষেধাজ্ঞা

1 year ago

আরএমপি নিউজ : সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্ট স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত ৫২টি কেন্দ্রে এবং কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১১.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২১টি (ক্রমিক নং-১ হতে ২১ পর্যন্ত) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২  তারিখ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রসমূহের নাম : (১) রাজশাহী কলেজ, রাজশাহী, (২) নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, (৩) রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী,  (৪) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, (৫) রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, (৬) রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (৭) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৮) অগ্রণী বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়, রাজশাহী, (৯) রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, (১০) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, (১১) রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শাহমখদুম, রাজশাহী, (১২) রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (১৩) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (১৪) রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী, (১৫) বরেন্দ্র কলেজ, রাজশাহী, (১৬) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (১৭) গভঃ টিচার্স ট্রেনিং কলেজ, রাজপাড়া, রাজশাহী, (১৮) শাহমখদুম কলেজ, রাজশাহী, (১৯) সরকারি পি.এন. বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (২০) গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী, (২১) মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, (২২) রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী, (২৩) শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, (২৪) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী, (২৫) মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (২৬) রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, (২৭) সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (২৮ শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, রাজশাহী, (২৯) বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী, (৩০) লক্ষিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী,  (৩১) মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী, (৩২) মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী , (৩৩) রাজশাহী ভোলানাথ বিশে^শ^র হিন্দু একাডেমী, রাজশাহী, (৩৪) রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী , (৩৫) শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৩৬) রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী , (৩৭) শহীদ বুদ্ধিজীবি সরকারি কলেজ, রাজশাহী , (৩৮) হাজী মুহম্মদ মুহসীন সরকারি হাইস্কুল, রাজশাহী, (৩৯) হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪০) রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪১) রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী , (৪২) রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪৩) খাদেমুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ, রাজশাহী,  (৪৪) রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, রাজশাহী, (৪৫) বালাজান নেসা বালিক উচ্চ বিদ্যালয়, রাজশাহী , (৪৬) রাজশাহী নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৪৭) রাজশাহী মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাজশাহী,  (৪৮) বালিয়াপুকুর বিদ্যানিকেতন, রাজশাহী, (৪৯) হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী, (৫০) প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, রাজশাহী,  (৫১) রাজশাহী কোর্ট মডেল হাইস্কুল, রাজশাহী, (৫২) রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাইস্কুল, রাজশাহী।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ২৮ ডিসেম্বর, ২০২২ আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।