Saturday, 20 April 2024

   09:30:22 AM

logo
logo
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ চোলাইমদ সহ গ্রেফতার ০৪।

4 years ago

অদ্য ০৪/০১/২০২০ খ্রিঃ রাত্রি আনুমানিক ১২.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মশিউর রহমান, এস আই মকবুল হোসেন, পিপিএম সহ থানার সংগীয় অফিসার ফোর্সের সহযোগিতায় আরএমপির কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া এলাকা হতে চোলাই মদ তৈরীর কাঁচামাল, প্রয়োজনীয় সরঞ্জামদি ও আনুমানিক ২৫০০ লিটার চোলাইমদ সহ আসামী ১। মোঃ জাহেরুল ইসলাম (১৯), পিতা-মোঃ সালোংগীর ডুবারু, মাতা-মোসাঃ জাহেমা বেগম, সাং-পূর্ব রায়পাড়া (ব্যাংকার এসারুল এর বাড়ীর পাশের্^), ২। মোসাঃ সালেনুর বেগম (২৪), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-পূর্ব রায়পাড়া, এ/পি-সাং- পূর্বরায়পাড়া (রাকিব এর বাড়ীর ভাড়াটিয়া), ৩। মোসাঃ জাহেমা বেগম (৪৫), স্বামী-মোঃ সালোংগীর ডুবারু, পিতা-মৃত বদিউজ্জামান, মাতা-মোসাঃ নবীজান বেগম, ৪। মোঃ সালোংগীর ডুবারু (৬০), পিতা-মৃত ইয়ার মোহাম্মদ, মাতা-মৃত আনোয়ারা বেগম, স্ত্রী-মোসাঃ জাহেমা বেগম, উভয় সাং- পূর্ব রায়পাড়া (ব্যাংকার এসারুল এর বাড়ীর পার্শ্বে), সর্ব থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী নামক চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।