আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি ও দামকুড়া থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আরএমপি’র ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামি হলেন রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাঝারদিয়াড়ের মো: আলম শেখের ছেলে মো: জাহিদ হোসেন (২১)। তার বর্তমান ঠিকানা রাজপাড়া থানার আলীগঞ্জ লিচু বাগান এবং দামকুড়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামি হলেন দামকুড়া থানার হরিপুরের মো: আমিনুল ইসলামের ছেলে মো: মাসুদ রানা।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান সরকার ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার আলীগঞ্জে এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রয় করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১ টায় রাজপাড়া থানার আলীগঞ্জে অভিযান পরিচালনা করে আসামি মো: জাহিদ হোসেনকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
দামকুড়া থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃত আসামি
অপর দিকে গত ১৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশার, এসআই মো: আলী আকবর আকন্দ ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার আন্ধারকোঠা গ্রাম হতে আসামি মাসুদ রানাকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করতে পারলেও অপর আসামি রাজু কৌশলে পালিয়ে যায়। এসময় আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।