আরএমপি নিউজ : অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করলেন আরএমপি’র কমিশনার।
আজ ৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ টায় আরএমপি সদর দপ্তরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশন “মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান” অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এসময় কমিশনার মহোদয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।
মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করছেন আরএমপি’র কমিশনার
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।