Monday, 17 March 2025

   03:12:51 PM

logo
logo
আরএমপি’র দামকুড়া থানা পুলিশের অভিযানে ৪৮ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ১

1 year ago

৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: সিজার আলী (২৬) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা বাগানপাড়ার মো: শাজাহান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১২ টায় কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশার, এসআই আলী আকবর আকন্দ ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দামকুড়া থানার মধুপুর এলাকায় এক ব্যক্তি  ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম দুপুর সোয়া ১২ টায় মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সিজার আলীকে ৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।