Sunday, 22 December 2024

   12:24:39 PM

logo
logo
করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করলেন আরও এক পুলিশ সদস্য

4 years ago

চলমান করোনা যুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য। আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই (নিরস্ত্র) মোঃ একরামুল ইসলাম (৪৫)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানায় কর্মরত ছিলেন। করোনাক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৬ জুন ২০২০ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

একরামুল কুমিল্লা জেলার লাকসাম থানার কাঁঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন বীর সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।