Thursday, 28 March 2024

   02:40:12 PM

logo
logo
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে আমবাহী ট্রাক হতে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন চোরাকারবারী গ্রেফতার।

3 years ago

গত ইং ২৬/০৭/২০২০ তারিখ রাত্রী ২২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকাগামী আমবাহী ট্রাকে ভারত হইতে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমান ফেন্সিডিল পাঁচার হইতেছে। বিষয়টি মাননীয় পুলিশ কমিশনারকে অবগত করিয়া ডিসি (ডিবি) এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)/মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/মোঃ আমিনুর রহমান, এসআই/মোঃ আব্দুল সালাম ও তাহাদের টিমসহ মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান পেট্রোল পাম্পের সামনে অবস্থান গ্রহণ করেন। ইং ২৬/০৭/২০২০ খ্রিঃ রাত্রি ২৩.৩০ ঘটিকার চাঁপাইনবাবগঞ্জ দিক হইতে একটি নীল/হলুদ রংয়ের ০৩ টন মাল বহনকারী মিনি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১২-০৭৫৩ আসিতে দেখিতে পাইয়া উক্ত ট্রাকখানাকে থামার সিগন্যাল দিয়া রাস্তার বাম পার্শ্বে পার্কিং করানো হয়। ট্রাকের মধ্যে থাকা ট্রাক চালক ও তাহার পাশে থাকা ব্যক্তিকে বাহিরে আনিয়া তাহাদের জিজ্ঞাসাবাদে তাহাদের নাম ও ঠিকানা ১। মাসুদ(২৮) (ড্রাইভার), পিতা-মোঃ সাবের আলী, সাং-কানদুলী(প্রাইমারী স্কুলের পাশে), পোঃ-পাইকুড়া, থানা-ঝিনাইগাতি, জেলা-শেরপুর, বর্তমান-সাং-ইটাহাটা(চান্দুরা গোরস্থান সংলগ্ন জনৈক রহম আলীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-গাজীপুর(সদর), জেলা-গাজীপুর, ২। মোঃ আব্দুস সামাদ(৫৬), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-উত্তর দীঘলকান্দি, পোঃ-হলদিয়া, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, বর্তমান-সাং-বাগদাদ টাওয়ার, গাজীপুর চৌরাস্তা, থানা-গাজীপুর (সদর), জেলা-গাজীপুর বলিয়া জানায়। ত্রিপল দিয়া ঢাকা অবস্থায় ট্রাকের মধ্যে কি মাল আছে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা জানায় ক্যারেট ভর্তি আম আছে। ক্যারেট ভর্তি আমের সাথে ফেন্সিডিল আছে মর্মে তাহাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে তাহাদের কথাবার্তা সন্দেহজনক হইলে ট্রাকে থাকা ২৮৭ টি আম ভর্তি প্লাস্টিকের ক্যারেট সমুহ নামাইয়া তল্লাশী করা হয়। তল্লাাশীকালে ২২(বাইশ) টি নীল রংয়ের প্লাস্টিকের ক্যারেটের মধ্যে খবরের কাগজ দ্বারা মোড়ানো আম ও ফেন্সিডিল একত্রে অভিনব কৌশলে সাজানো অবস্থায় সর্বমোট-৮০০(আটশত) বোতল ভারতীয় তৈরী বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল পাওয়া যায়। ট্রাকসহ ট্রাকে থাকা আম ও ফেন্সিডিল ঘটনাস্থলের সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর মূল=৫,৬০,০০০/-(পাঁচলক্ষ ষাট হাজার) টাকা, জব্দকৃত ট্রাকের মূল্য=২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকা, জব্দকৃত আমের মূল্য=৭৯,৫০০/- (উনআঁশি হাজার পাঁচশত) টাকা। এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানার মামলা নং-১৩, তাং-২৭/০৭/২০২০ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) রুজু করা হইয়াছে।