Sunday, 25 October 2020

   04:16:55 PM

logo
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট আটক ২৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার

1 month ago

গত ২৪ ঘন্টায় (১৪/০৯/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন ও  দামকুড়া থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ সিহাবুজ্জামান সেতু (৩০)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ সামিউল ইসলাম  শামিম (৩০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ সোহেল রানা (২৭)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ নুরুল ইসলাম  বাবু (৪২)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ পিয়ারুল ইসলাম ঢেপা (৩৫)কে ০৩ গ্রাম হেরোইন ও ০৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আব্দুল জব্বার (২৮)কে ২১ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আমিনুর রহমান (২৮)কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ আল আমিন(২৮), (২) মোঃ আনোয়ার হোসেন(২৯)দ্বয়কে ১০৫ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ আবির হোসেন আবির  জয় (২২), (২) মোঃ সাব্বির হোসেন তন্ময় (২০)দ্বয়কে ১৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।