Sunday, 25 October 2020

   04:49:10 PM

logo
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০ গ্রাম হেরোইন ও ৯৯ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩৭.২ লিটার চোলাইমদ সহ আটক ০৪

1 month ago

এসআই (নিঃ)/সুবাস চন্দ্র বর্মন, গোয়েন্দা শাখা, আরএমপি রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহানগর এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৮/০৯/২০২০ তারিখ দুপুর ১৩.১৫ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম (পূর্বপাড়া) টুলটুলি পাড়াস্থ জনৈক রাজিব হোসেন  হক এর রাস্তার ধারে টিনসেট বস্তি ঘরের মধ্যে হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাব্বির হোসেন পলাশ (২৮), পিতা-মৃত সাইফুল ইসলাম, ২। মোঃ রাজিব হোসেন হক (২৬), পিতা-মোঃ রুবেল শেখ, উভয় সাং-হড়গ্রাম পূর্বপাড়া, ৩। মোঃ আজিজুল ইসলাম (৩৫), পিতা-মৃত আসলাম শেখ, সাং-কোট বুলনপুর, সর্ব থানা-রাজপাড়া, ৪। মোঃ আবুল হোসেন (৩২), পিতা-মৃত সোলেমান, সাং-হাদিরমোড়, থানা-বোয়ালিয়া, সর্ব মহানগর, রাজশাহীদের ৭০ গ্রাম হেরোইন ও ৯৯ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩৭.২ লিটার চোলাইমদ সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন কর হয়েছে।