Wednesday, 17 July 2024

   04:27:24 PM

logo
logo
বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক ০১

3 years ago

এসআই/মোঃ আঃ মতিন, বোয়ালিয়া মডেল থানা এর নেতৃত্বে এটিএসআই/মোঃ নাসির উদ্দিন, ইনচার্জ-বাস টার্মিনাল পুলিশ বক্স, এএসআই/মোঃ সেলিম শাহাজাদা, ফোর্স কং/২০৫৭ মোঃ ইমাম হাসান, কং/২৩০ মোঃ একাব্বর, কং/১৫০২ সাজেদুল ইসলাম, সর্ব শিরোইল পুলিশ বক্স, বোয়ালিয়া মডেল থানা, আরএমপি, রাজশাহী সহ ০৫/১০/২০২০ খ্রিঃ ১৪.২০ ঘটিকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনালস্থ জনৈক আজিজুল হক @ জীবন এর অস্থায়ী পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ আবুল কালাম আজাদ @ কালাম (৩৪), পিতা-মৃত সাগর আলী, মাতা-মোসাঃ রেনু বেগম, সাং-আটরশিয়া পশ্চিমপাড়া (জনৈক আতাবুর এর বাড়ির পাশের্^), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ৫০ গ্রাম হেরোইন ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। উক্ত মাদক ব্যবসায়ী সুদূর চাঁপাইনবাবগঞ্জ হ’তে তার ব্যবহৃত ডান পায়ের স্যান্ডেলের তলায় ইয়াবা ট্যাবলেট এবং বাম পায়ের স্যান্ডেলের তলায় হেরোইন নিয়ে অভিনব কায়দায় রাজশাহী হয়ে ঢাকায় উদ্দেশ্যে যাচ্ছিল মর্মে জানা যায়। বর্ণিত মাদকদ্রব্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকী দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ হতে উক্ত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট গুলো ক্রয় করে লোকাল বাস যোগে শিরোইল বাস টার্মিনালে নেমে ঢাকাগামী বাসে ঢাকায় যাওয়ার জন্য অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, আসামী ঢাকার চান্দুরায় বর্ণিত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রয় করবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।