You are under surveillance.
Your IP: 35.171.45.182
রাজশাহী জেলাধীন পবা উপজেলা ০৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা সমন্বয়ে গঠিত যার মধ্যে "বড়গাছী ইউনিয়ন" অন্যতম । আয়তন ২৮০.৪২০ র্বগ কি: মি:। ১৯৮৩ সালের ১১ নভেম্বর পবাকে থানা হতে উপজেলায় উন্নীত করা হয়। পবা মৌজা হতে পবা উপজেলার নামকরণ হয়। র্পূবে পবা মৌজায় পবা থানা অবস্থিত ছিল। সিটি কর্পোরেশন হওয়ার পর পবা মৌজা সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্ত হয় এবং পবা থানার নামকরণ করা হয় শাহমখদুম থানা। কিন্তু পবা উপজেলার নামটি অপরিবর্তিত থেকে যায়। র্বতমানে পবা থানাটি পবা উপজেলার নওহাটা পৌরসভায় অবস্থিত। পবা উপজেলার উত্তরে মোহনপুর ও তানোর উপজেলার, দক্ষিণে চারঘাট উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে পুঠিয়া ও র্দূগাপুর উপজেলা এবং পশ্চিমে গোদাগাড়ী উপজেলা। এটি রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন একটি উপজেলা, সিটি কর্পোরেশন চারিদিক ঘিরেই পবা উপজেলার অবস্থান। পবা থানার সর্ম্পূণ অংশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর ৪টি থানারই (রাজপাড়া, বোয়ালিয়া, শাহমখদুম ও মতিহার) অংশবিশেষ এ উপজেলার অর্ন্তগত। এখানে একটি বিমান বন্দর, একটি সুগার মিল, একটি জুটমিল, একটি বিদ্যুৎ কেন্দ্রে, আটটি বৃহৎ কোল্ড স্টোরেজ (যার মধ্যে অন্যতম মাধবপুরে অবস্থিত "রাজ কোল্ড স্টোরেজ") । একটি সরকারী শিশু পরিবার ও একটি সেফ হোম রয়েছে। এরই প্রেক্ষিতে গত ইং ০১/০৩/২০১৮ খ্রি: তারিখ পবা থানা, রাজশাহী জেলা হতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর অধীনে পুনর্গঠিত পবা থানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ভোধন করনে। র্বতমানে পবা থানা ০৮ নং বড়গাছি ইউনিয়ন,০৯ নং পারিলা ইউনিয়ন (আংশিক) এবং নওহাটা পৌরসভা (আংশিক) নিয়ে গঠিত।