Help Line

You are under surveillance.
Your IP: 18.219.253.199

  • Emergency Helpline : 999
  • RMP Control Room : 01320063998
  • RMP Control Room Inspector : 01320063999
News

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৭টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে ১৪ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ  হলো রাজশাহী কলেজিয়েট স্কুল (এসএসসি), সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হামিদপুর নওদাপাড়া উচ্চ বিদ্যালয়(এসএসসি), রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (এসএসসি), গভ: ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী (এসএসসি), রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, (এসএসসি), সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী (এসএসসি), রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজশাহী (এসএসসি), নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় (এসএসসি), নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, পবা (এসএসসি), মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, কাটাখালী (এসএসসি), কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় (এসএসসি), বায়া স্কুল এন্ড কলেজ (এসএসসি), সালেহা শাহ মোহাম্মদ বালক উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজারের পার্শ্বে (এসএসসি), রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা (দাখিল), মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী (দাখিল), নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা, পবা (দাখিল), রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, বহরমপুর মোড় এমএস বিল্ডিং,রাজপাড়া (ভোকেশনাল), রাজশাহী কোর্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মহিষবাথান,রাজপাড়া (ভোকেশনাল), সিটি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিউমার্কেট (ভোকেশনাল), নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি (ভোক) বিদ্যালয় (ভোকেশনাল) ও মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কাপাসিয়া (ভোকেশনাল)।

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

Published on 13-Feb-2024