Sunday, 05 January 2025

   02:32:49 PM

logo
logo
‘অ্যাভাটার’ সিনেমার মোট আয় ২,৮০২ মিলিয়ন ডলার!

3 years ago

চলচ্চিত্রের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ বাজার চীনে আবারও মুক্তি পায় ‘অ্যাভাটার’ । শুক্রবার (১২ মার্চ) থেকে বড়পর্দায় প্রদর্শিত হচ্ছে এই মহাকাব্যিক বিজ্ঞান-কল্পকাহিনি। মুক্তি দেওয়ার দু’দিনের মধ্যেই ১২ মিলিয়ন ডলার আয় করেছে ‘অ্যাভাটার’। এর ফলে সিনেমাটির মোট আয় দাঁড়ালো ২,৮০২ মিলিয়ন ডলার।

২০০৯ সালে মুক্তির পর সিনেমাটি আয় করেছিল ২,৭৯৭.৬ মিলিয়ন ডলার বা ২ লাখ ৩৭ হাজার কোটি টাকারও বেশি। যা ছিল সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ আয়ের রকর্ড ছিল একই নির্মাতা জেমস ক্যামেরনেরই ‘টাইটানিক’-এর।

২০১৯ সালে সুপারহিরো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’দুই দফায় মুক্তি দিয়ে ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভাঙে। সিনেমাটি অ্যাভাটারের চেয়ে ৭ মিলিয়ন ডলার বা ৫৯ কোটি টাকা বেশি আয় করে তবেই আয়ের হিসাব বন্ধ করে। সেসঙ্গে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তকমাও লাভ করে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।