logo

Rajshahi Metropolitan Police

Rajshahi, Bangladesh

১৬০০ (এক হাজার ছয়শত) পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ আসামী আটক

4 days ago

এসআই(নিঃ)/মোঃ আঃ মতিন, বোয়ালিয়া মডেল থানা, আরএমপি, রাজশাহী সংগীয় অফিসার এএসআই/মোঃ সেলিম শাহাজাদা, এটিএসআই/৫৮০ মোঃ নাসির উদ্দিন ও সংগীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ইং-০৯/০৯/২০১৯ তারিখ ১৬.৪০ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনাল হানিফ ট্রাভেলস এর টিকিট কাউন্টারের সামনে ফুটপাতের উপর হতে আসামী ১। মোঃ ডালিম মিয়া (২০), পিতা-মোঃ সাইফুদ্দীন ইসলাম, মাতা-মোসাঃ শেফালী বেগম, সাং-মির্জাপুর (আলমগীর চেয়ারম্যানের বাড়ীর পাশের), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগগঞ্জকে সর্বমোট ১৬০০ (এক হাজার ছয়শত) পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুঃ = ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকাসহ আটক করে। আসামী ইয়াবা ট্যাবলেট গুলো চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাস যোগে রাজশাহী এসে চা বিরতির সময় বাস থেকে নেমে ফুটপাতের উপরে দাঁড়িয়ে ছিল।  আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।