Friday, 19 July 2024

   12:25:27 AM

logo
logo
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান

4 years ago

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ০২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র,  প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ ০১ টি প্রাইভেটকার আটক এবং ০২ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

     গত ইং ২৪/১০/২০১৯ তারিখ বৃহস্পতিবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব আবু আহাম্মদ আল মামুন এর নেতৃত্বে এসআই/মোঃ মাহাবুব হাসান এর টিমসহ গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চকপাড়া নাদের হাজীর মোড়স্থ আকাইদ ট্রের্ডাস এর সামনে চেকপোস্ট করা কালীন ইং ২৪/১০/২০১৯ তারিখ রাত্রী ১০.৫০ ঘটিকার সময় একটি সাদা রংয়ের Toyota Corolla E90 মডেলের প্রাইভেট কার থামানোর পর গাড়ীর ড্রাইভারকে গাড়ীর কাগজপত্র দেখানোর কথা বললে সে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে না এবং তার কথাবার্তায় সন্দেহজনক হলে গাড়ী তল্লাশী করে ০১ টি পাটের বস্তায় ভর্তি ২০০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল এবং গাড়ীর ড্রাইভার মোঃ মোমিন(৩৩), পিতা-রুস্তম আলী, সাং-আলীগঞ্জ খোকার বাথান, থানা-রাজপাড়া, বর্তমানে-ছোট বনগ্রাম উত্তরপাড়া, থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহীর দেহ তল্লাশি করে ০৫ রাউন্ড গুলি ভর্তি একটি দেশীয় তৈরি রিভলবার ও ১০০ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন এবং প্রাইভেট কারের আরোহী মোঃ আজাহার উদ্দিন@আজা মিস্ত্রি(২৭), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং-হরিয়ান পূর্বপাড়া, থানা-কাটাখালি, মহানগর রাজশাহীর দেহ তল্লাশী করে একটি বিদেশী ৯ সস পিস্তল ০৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ এবং ১০০ গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা লোকচক্ষুর অন্তরালে, কৌশলে দীর্ঘদিন যাবত রাজশাহী মহানগরী ও এর পাশর্^বর্তী জেলা সমুহে প্রাইভেট কার যোগে অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। উক্ত মাদকদ্রব্য সমুহ ও অবৈধ অস্ত্র, মহানগরীর মতিহার থানা এলাকার শীর্ষ মাদক, চোরাচালান ও অস্ত্র ব্যবসায়ী আক্কাস আলীর  নিকট হতে সংগ্রহ করে মহানগরীসহ পার্শ্ববর্তী জেলা সমুহে সরবারহ ও বিক্রয় করে থাকে।

 

     এ বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পৃথক পৃথক ভাবে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে দুইটি মামলা রুজু করা  হয়েছে ।