Thursday, 18 July 2024

   10:23:19 PM

logo
logo
প্রেস রিলিজ

4 years ago

গত ইং-১৩/১১/২০১৯ তারিখ বেলা ০১.৪৫ ঘটিকায় চন্দ্রিমা থানাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের ভাংড়ি পট্টি মেসার্স মজিবুর রহমান ঠিকাদার এর চেম্বারের সামনে ও সরঞ্জাম নিয়ন্ত্রক/পশ্চিম, অফিস চত্বর, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী অফিসের প্রধান ফটকের উত্তরে পাকা রাস্তার উপর মোঃ সুজন হোসেন(৩০) এর নেতৃত্বে ভিকটিম মোঃ সানোয়ার হোসেন রাসেল(৩০) এবং তার সংগীদের উপর চাকু, কিরিত, চাপাতি দ্বারা উপর্যুপরি হামলার ঘটনায় ভিকটিম রাসেল সহ তার সাথে থাকা অন্যান্যরা গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সানোয়ার হোসেন রাসেল (৩০) মৃত্যু বরণ করে এবং অন্যান্যরা চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনায় মহানগরীর চন্দ্রিমা থানায় ১৭ জন আসামীর নাম উল্লেখ করে এবং ৭/৮ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ভিকটিমের বড় ভাই মোঃ মনোয়ার হোসেন রনি বাদী হয়ে এজাহার দায়ের করলে একটি মামলা রুজু করা হয়। চন্দ্রিমা থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামী মোঃ উজ্জল আলী নয়ন(৩০), পিতা-মৃত কালু শেখ, সাং-শিরোইল স্টেশনপাড়া, রেল কোয়ার্টার, থানা-বোয়ালিয়া মডেল, মহানগর রাজশাহীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।