Tuesday, 31 March 2020

   10:35:30 PM

logo
বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০১ জন।

3 months ago

এটিএসআই/৫৮০ মোঃ নাসির উদ্দিন, বাস টার্মিনাল পুলিশ বক্স, বোয়ালিয়া মডেল থানা, আরএমপি, রাজশাহী সংগীয় অফিসার ফোর্সসহ বাস টার্মিনাল পুলিশ বক্স এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং আইন-শৃংখলা রক্ষা ডিউটি করাকালে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে ইং-০৩/১২/২০১৯ তারিখ রাত্রী ২২.৪৫ ঘটিকায় বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনালস্থ দেশ ট্রাভেলস টিকিট কাউন্টারের সামনে ফুটপাতের উপর হতে আসামী ১। মোঃ সারোয়ার জাহান @ তুষার আলী (২৫), পিতা-মোঃ দুরুল হুদা, মাতা-মোসাঃ সানোয়ারা বেগম @ সানুয়ারী, সাং-শাহজাহানপুর শেখালীপুর, ডাকঃ চর হরিশপুর, থানা ও জেলা-চাঁপাই নবাবগঞ্জকে ১২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।