Friday, 26 April 2024

   05:04:58 AM

logo
logo
আগামী কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজশাহীর টিপু রাজাকারের রায় ঘোষনা হবে

4 years ago

 

           আগামী কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজশাহীর টিপু রাজাকারের রায় ঘোষনা হবে। এই রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির  উদ্দেশ্যে জামাত-শিবিরের কিছু নেতাকর্মী গোপন বেঠক করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অদ্য ইং-১০/১২/২০১৯ তারিখ দুপুরে অভিযানে পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী মসজিদ মিশন বড়কুটি শাখা হতে জামাত-শিবিরের ১০ জন নেতাকর্মী যথাক্রমে ১। মোঃ মাইনুল ইসলাম (৫০), পিতা-মৃত ইউসুফ হাজী, সাং-১৭০/ রানীনগর, থানা-বোয়ালিয়া মডেল মহানগর, রাজশাহী(সেক্রেটারী, মহানগর জামায়াত),  ২। শাহাদাত হোসেন (৪৫), পিতা-গোলজার হোসেন, সাং-উপল শহর, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, /পি-জসমন্ডলের মোড়থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী(মহানগর প্রচার সেক্রেটারী), ৩। মোঃ আমিনুল ইসলাম (৬০), পিতা-মৃত মঞ্জুর হোসেন, সাং-তেরখাদিয়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী(আমির, বোয়ালিয়া থানা), ৪। মোঃ কামরুজ্জামান(৪৫), পিতা-মৃত বেলাল উদ্দিনসাং-মহিষবাথান উত্তর পাড়া, থানা-রাজপাড়া মহানগর রাজশাহী(নয়েবে আমীর, রাজপাড়া থানা), ৫। মোঃ ফরিদ উদ্দিন(৪১), পিতা-মোঃ ফজলুর করিম, সাং-হড়গ্রাম বাজার, থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী (সাংগঠনিক সম্পাদক, রাজপাড়া থানা), ৬। মোঃ সিরাজুল ইসলাম (৪৮), পিতা-নবাব জান, সাং-দড়িখরবোন, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী (মহানগর সুরা সদস্য), ৭। মোঃ আঃ সামাদ (৫০),  পিতা-মৃত আরমান আলী, সাং-নতুন বুধপাড়া, থানা-মতিহার, মহানগর রাজশাহী(শ্রমীক কল্যাণ সভাপতিমহানগর), ৮। মোঃ মাহফুজুল্লাহ জহির(৪৭), পিতা-মৃত ইমদাদ আলী, সাং-বাড় কুঠির ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী (সদস্য), ৯। মোঃ আরিফিন মৃধা(৩১), পিতা-মোঃ ওহিদ মৃধাসাং-মোতলবপুর, থানা-পবা, মহানগর রাজশাহী(সদস্য), ১০। মোঃ তহিদুল ইসলাম (৪৫), পিতা-মোঃ মিনহাজ উদ্দিন, সাং-কাজীহাটাথানা-রাজপাড়া, মহানগর রাজশাহী(সদস্য)দের আটক করে। এছাড়াও ঘটনাস্থল হতে আরো ১০/১২ জন নেতাকর্মী পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।