Wednesday, 04 December 2024

   02:44:25 PM

logo
logo
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ০৫ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার।

4 years ago

গত ২৪ ঘন্টায় (২৫/০৫/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ০৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন ও কাটাখালী থানা-০১ জনকে আটক করে। যার মধ্যে ০১ জনকে মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কাটাখালী
থানা পুলিশ (১) মোঃ মফিকুল ইসলাম @ রুবেল(৩২)কে ১৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।