You are under surveillance.
Your IP: 35.171.45.182
কর্ণহার থানা রাজশাহী মহানগরের ঐতিহ্যবাহি দারুসা বাজারের পূর্বে রাজশাহী কোর্ট ষ্টেশন বাজার হতে ০২নং হুজুরীপাড়া ইউনিয়ন গামী দারুসা বাজার যাওয়ার রাস্তার বাম পার্শ্বে অবস্থিত। ০২ নং হুজুরীপাড়া ও ০১নং দর্শনপাড়া ইউনিয়নদ্বয় নিয়ে কর্ণহার থানা গঠিত। থানা ভবনের তৃতীয় ও ৪র্থ তলায় অফিসার ফোর্সের ব্যারাক। দ্বিতীয় তলায় অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), সাব-ইন্সপেক্টরস্, সহকারী সাব-ইন্সপেক্টরস্, কম্পিউটার রুম, মালখানা, অস্ত্রগার, মহিলা ওয়াস রুম ও জুনিয়র সেরেস্তার অফিস। নিচ তলায়, পুরুষ ও মহিলা হাজতখানা, ডিউটি অফিসার রুম, অভ্যার্থনা কক্ষ, মহিলা ও শিশু বান্ধব ডেস্ক, বেতার কক্ষ ও রয়েছে।