You are under surveillance.
Your IP: 18.217.10.152
দামকুড়া থানা আরএমপি, রাজশাহীর নব-সংযোজিত ০৮ টি থানার মধ্যে একটি। দামকুড়া থানার কার্যক্রম ২০১৮ সালের ০১ মার্চ থেকে শুরু হয়। থানার নিজস্ব কোন ভবন না থাকায় ০১ টি ভাড়াকৃত দ্বিতল ভবন থানার ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। থানার অবস্থান দামকুড়া থানাধীন কাশিয়াডাঙ্গা-দামকুড়া হাট গামী রাস্তার পাশের্^ মধুপুর বটতলা মোড় হইতে দক্ষিণে ১০০ গজ ভেতরে অবস্থিত।