You are under surveillance.
Your IP: 18.97.9.170
বোয়ালিয়া মডেল থানা রাজশাহী মহানগরের কেন্দ্রস্থলে অবস্থিত। অত্র থানায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪টি পূর্ণাঙ্গ ওয়ার্ড (ওয়ার্ড নং-৯,১০,১১,১২,১৩, ১৫,১৬,২০,২১, ২২,২৩,২৪,২৫,২৭) এবং ০২টি আংশিক ওয়ার্ড (ওয়ার্ড নং-১৪,১৮) এলাকার সমন্বয়ে থানা এলাকা গঠিত। থানা ভবনটি রামপুর মৌজার খান সামার চক মহল্লার ১ বিঘা ৫ কাঠা ২ ছটাক জমির উপর প্রতিষ্ঠিত। যাহা হুকুম দখল সরকারী আদেশ নং-১৬৯৫, তাং-১২/০৩/১৮৬৯ মোতাবেক বোয়ালিয়া থানার নামে প্রাপ্তি। বোয়ালিয়া মডেল থানাটি তৃতীয় তলা ভবন। যাহা ৯,৭০৮ বর্গফুট, ১৯৮৮ সালে ২৯,১৩,৮৩৯/-(উনত্রিশ লক্ষ তের হাজার আটশত উনচল্লিশ) টাকা ব্যায়ে নির্মিত হয়। থানা ভবনের হোল্ডিং নং-২১৩, রাজশাহী সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে অবস্থিত। থানা ভবনের তৃতীয় তলায় অফিসার ফোর্সের ব্যারাক। দ্বিতীয় তলায় পুলিশ পরিদর্শক (তদন্ত), সেকেন্ড অফিসার, সাব-ইন্সপেক্টরস্, সহকারী সাব-ইন্সপেক্টরস্, কম্পিউটার রুম ও জুনিয়র সেরেস্তার অফিস। নিচ তলায় অস্ত্রগার, মালখানা, পুরুষ হাজতখানা, সহকারী পুলিশ কমিশনারের অফিস, অফিসার ইনচার্জ এর অফিস, ডিউটি অফিসার রুম, মহিলা হাজতখানা, অভ্যার্থনা কক্ষ, বয়স্ক ও প্রতিবন্ধি ডেস্ক, নারী ও শিশু নির্যাতন দমন সেল, শিশু বান্ধব ডেস্ক, বেতার কক্ষ ও মহিলা ওয়াস রুম রয়েছে।