OC biography
মোঃ শাহাদাত হোসেন খান,গত ইং ২১/০৯/১৯৬৬ সালে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার আটিগাঁও গ্রামে জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তেজগাঁও কলেজ থেকে বি.এ. পাস করিয়া ১৯৯০ সালের ২৭ মার্চে সাব-ইন্সপেক্টর পদে রাজবাড়ী জেলায় যোগদান করেন। সাব-ইন্সপেক্টর হিসেবে রাজবাড়ী জেলা রাজবাড়ী সরদ থানা, ঢাকা জেলার সাভার থানা, কেরানীগঞ্জ থানা, ডিএমপির গুলশান থানা, ক্যান্টনমেন্ট থানা, কোতোয়ালী থানা, ডেমরা থানা, মিরপুর থানা এবং ডিএমপির ট্রেনিং একাডেমীতে কর্মরত ছিলেন। ২০০৪ সালের এপ্রিলের ৩ তারিখে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ার পর জামালপুর জেলার বকসিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, বেনাপোলপোর্ট থানার অফিসার ইনচার্জ, অভয় নগর থানার অফিসার ইনচার্জ, মতিহার থানার অফিসার ইনচার্জ, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ, ফেনী জেলার ফুলগাজী থানার অফিসার ইনচার্জ, খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ, স্পেশাল ব্রাঞ্জ ঢাকা এর পাসপোর্ট শাখা ও প্রটেকশন বিভাগ,ডিএমপির উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ এবং ২০১৪ সালের আরএমপিতে যোগদান করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এবং বর্তমানে মতিহার থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
ডিএমপিতে কর্মরত থাকাকালীন সময়ে আইজিপি ব্যাচ প্রাপ্ত হন।